Breaking News

তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম!সাংবাদিক বৈঠক করে কেন নয়? প্রশ্ন দলের অভ্যন্তরে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম৷ তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক৷ গুরুতর এই অভিযোগ ওঠার পরই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম নেতৃত্ব৷শনিবার বাম নেতার সেই সাসপেনশন প্রত্যাহার করে নিল দল। জেলা সম্পাদক মৃণাল লিখেছেন, ‘‘কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করবেন।’’ এই প্রসঙ্গে তন্ময় বলেন, ‘‘আমি জেলা পার্টির হোয়াটস্অ্যাপ গ্রুপে দেখেছি। আমাদের জেলা সম্পাদক ওখানে বিজ্ঞপ্তিটি দিয়েছেন। এবার থেকে আমি দলের অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে পারব। সেখানেই যা বলার বলব।’’ তন্ময় প্রকাশ্যে কিছু না বললেও, তাঁর ঘনিষ্ঠেরা একটি প্রশ্ন তুলতে শুরু করেছেন। সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। যার ফলে অনেকেরই ধারণা তৈরি হয়েছিল, ঘটনায় সত্যতা রয়েছে। অথচ সাসপেনশন প্রত্যাহার করা হল ‘চুপিচুপি’। তন্ময়-ঘনিষ্ঠ এক নেতার কথায়, ‘‘অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যে সাসপেন্ড করা হয়েছিল তন্ময়দাকে। কিন্তু যখন প্রত্যাহার হল, তখন সে ভাবে করা হল না। এটা কি কোনও প্রক্রিয়া হতে পারে?’’সেই প্রশ্নের উত্তর অবশ্য একেবারে স্পষ্টভাবে মেলেনি| সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তদন্তসাপেক্ষে সাসপেন্ড করা হয়েছিল তন্ময়কে। ইতিমধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। আর যেহেতু তদন্ত যতদিন চলবে, ততদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল, তাই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেবে সিপিআইএম, তা জানানো হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *