প্রসেনজিৎ ধর :-নিজের বাড়ি থেকেই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মুর্শিদাবাদের কান্দি থানার বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি |মৃতার নাম পৌলমী বিজয়পুরী (৩২)। তিনি বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন। পরিবারের দাবি, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। যদিও পরিবারের কয়েক জন সদস্য এবং প্রতিবেশীর দাবি, পছন্দের পাত্রের সঙ্গে পরিবার বিয়ে দিতে রাজি ছিল না। সেখান থেকেও চরম পদক্ষেপ করে থাকতে পারেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মুর্শিদাবাদের কান্দির নতুন পাড়াতে নিজের বাড়িতেই থাকতেন পরিবারের সঙ্গে থাকতেন পৌলমী। শুক্রবার রাতে নিজের ঘরে অনেকক্ষণ তরুণী চিকিৎসকের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেন। তবে তা সত্ত্বেও কোনও শব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। ঘরে ঢুকে তাজ্জব হয়ে যান তাঁরা। দেখেন ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন পৌলমী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়।কান্দির এক স্বাস্থ্য আধিকারিক জানান, ২ বছর আগে দন্ত চিকিৎসক হিসাবে বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পৌলমী। খুবই সাদাসিধে এবং মিষ্টভাষী ছিলেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal