দেবরীনা মণ্ডল সাহা :-মায়ের মৃত্যু হয়েছিল আগেই। হাসপাতালে চিকিৎসা করেও বাঁচানো গেল না বাবা-মেয়েকে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের তিনজনই মৃত্যুমুখে পড়লেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায়। উদ্ধার হওয়া সুইসাইড নোটে আর্থিক প্রতারণার কথা লেখা ছিল।
জানা গেছে নরেন্দ্রপুরের রায় পরিবারের যে তিন সদস্য আত্মঘাতী হয়েছেন, তাঁরা হলেন জলি রায় (৫৫), তাঁর স্বামী দীপক রায় (৬৩) এবং তাঁদের একমাত্র মেয়ে দিশারী রায় (২৩)। স্থানীয় সূত্রে খবর, রায় পরিবারের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। যার জেরে স্নাতক স্তরে প্রথম বর্ষের পরই পড়াশোনা ছেড়ে দেন দিশারী। মাঝখানে বেশ কিছুদিন একটি শপিং মল এবং পরে একটি ব্যাঙ্কে কিছুদিন কাজ করেন তিনি।বিপদের সময় সাহায্য করতে রায় পরিবারের সদস্যদের এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেন দেবব্রত বিশ্বাস নামে স্থানীয় এক যুবক। অভিযোগ দিপকবাবুর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কোনও বেআইনি লেনদেন চালাতেন দেবব্রত। টাকা পাওয়ার আশায় দেবব্রতর প্রস্তাবে রাজি হয়ে যান রায় পরিবারের সদস্যরা। উপরন্তু, সেই বেআইনি টাকার বেশ খানিকটা অংশ তাঁরা খরচও করে ফেলেন। সম্প্রতি দিল্লির কোনও একটি সাইবার ক্রাইম থানা থেকে রায় বাড়িতে ফোন আসে। আর্থিক জালিয়াতির মামলায় যুক্ত থাকার অভিযোগে তাঁদের গত ১২ ডিসেম্বর দিল্লিতে ডেকে পাঠানো হয়। তারপরই অভাব ও সম্মানহানির ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনজন।তার সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।