Breaking News

৬০০০ কোটি প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার স্টিল সংস্থার কর্ণধার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার ইস্পাত সংস্থার কর্ণধার। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। কলকাতার গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট, হাওড়া, হুগলিতে একযোগে চলেছিল তল্লাশি অভিযান। একাধিক তথ্য, নথি উদ্ধার হয়েছে। সেই তদন্তেই ইস্পাত সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হল।তাঁর বিরুদ্ধে প্রায় ছ’হাজার কোটির ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ ছিল। তাঁর বাড়ি থেকে প্রায় চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি গাড়িও।মঙ্গলবার সকাল থেকেই ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে সঞ্জয়ের বাড়ি-সহ মোট ১০টি জায়গায় অভিযান চালায় ইডি। এর মধ্যে গড়িয়াহাট এবং দমদম ক্যান্টনমেন্টের বেশ কয়েকটি জায়াগায়ও চলে তল্লাশি।
২০২২ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। পরবর্তীতে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ছয় হাজার কোটি টাকার কাছাকাছি। ইডি সূত্রে খবর, ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায় ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঞ্জয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনারও যথাযথ কাগজ দেখাতে পারেননি তিনি। ইডির প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ টাকা সরিয়ে ফেলা হয়েছিল শেল কোম্পানি ও সংস্থার মাধ্যমে। এছাড়াও টাকা বিদেশে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তে জাল আরও বিস্তার করা হবে। সেই কথাও জানা যাচ্ছে ইডি সূত্রে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *