Breaking News

মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান! বরাতজোরে বাঁচল কলকাতামুখী উড়ান,গ্রেফতার এক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বরাতজোরে বাঁচল মুম্বই-কলকাতা বিমান | মাঝ আকাশে বিমানের শৌচাগারে ধূমপান করে আটক যাত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কলকাতামুখী ইন্ডিগোর বিমানে। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ওই যাত্রীর ধূমপান করার সময় কোনও তাপ–উত্তাপ ছিল না বলে অভিযোগ।এমনকী তাঁকে যখন হাতেনাতে ধরা হয় তখন বিমান কর্মীদের সঙ্গে তর্ক জুড়ে দেন বলে অভিযোগ উঠেছে। ধূমপান নিষিদ্ধ। সেটা বিমানের ভিতরে কোথায় লেখা আছে?‌ প্রশ্ন করেন ওই যাত্রী। সেটা যখন দেখানো হয় তখন সিগারেট তৈরিই হয়েছে তা সেবন করার জন্য বলে যুক্তি দেখান ওই যাত্রী বলে অভিযোগ। মুম্বই থেকে কলকাতায় আসছিল ইন্ডিগোর ৬ই৫১২২ বিমানটি। সেটি যখন মাঝ আকাশে ছিল তখন শেখ গোলাম মোস্তফা নামে এক যাত্রী শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন বলে অভিযোগ উঠেছে।বিমানের আর এক যাত্রী বিষয়টি দেখতে পান। আর তারপরই সেই খবর কেবিন ক্রুকে দিয়ে দেন। তবে তার আগে ওই যাত্রীকে বিমানে ধূমপান করতে নিষেধ করেন। আর সতর্কও করেন। কিন্তু ওই যাত্রী সে কথা শুনতে রাজি নন। উলটে যাত্রী শেখ গোলাম মোস্তফা বলেন, ‘‌নিজের আসনে গিয়ে বসুন। বেশি জ্ঞান দিতে হবে না।’‌ এই কথা শুনে বিষয়টি ওই ব্যক্তি বিমানে থাকা ক্রুকে জানান। তারপর কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণ করার পর যাত্রীকে সিআইএসএফ আটক করে। স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *