নিজস্ব সংবাদদাতা :-শুক্রবার সকালে মালদার আমবাগানে আগুনের লেলিহান শিখায় পুড়তে দেখা গেল এক তরুণীর দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। কারণ এই ঘটনা থেকে সন্দেহের জন্ম হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এটা গণধর্ষণ করে কি খুন? মালদার চাঁচল এলাকায় এই নিয়ে সরগরম হয়ে ওঠে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে তরুণীকে। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার সকালে মালদহের চাঁচোলের মালতিপুরের বাসিন্দারা অন্যান্যদিনের মতোই বাড়ি থেকে বের হন। চাঁচোল ২ নম্বর ব্লক অফিসের কাছে যেতেই তাঁরা দেখেন ভয়ংকর দৃশ্য। দাউদাউ করে জ্বলছে আগুন। পাশে পড়েছিল জুতো, সোনার কানের দুল, পোশাক। ছিল চাপ চাপ রক্তও। কিছুক্ষণেই তাঁরা বুঝতে পারেন, জ্বলছে তরুণীর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।পুলিশ ও স্থানীয়দের অনুমান, গণধর্ষণের পর প্রমাণ লোপাটে পুড়িয়ে খুন করা হয়েছে ওই তরুণী। কিন্তু কে ওই তরুণী? কেন এই নৃশংসতা? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় প্রকাশ্যে এলে রহস্যভেদ সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই নিকটবর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে। কোনও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল কি না, তার ভিত্তিতে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে গণধর্ষণ রয়েছে। আর প্রমাণ লোপাট করার জন্যই তরুণীকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে তাঁরা মনে করছে। কিন্তু কে ওই তরুণী? কেন এই খুন? নেপথ্যে কারা আছে? এই সব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে পুলিশ|