দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল সার্ভে পার্ক থানার পুলিস। আটক ব্যক্তি ওই নাবালিকার বাড়িতে গত ১০ বছর ধরে পানীয় জল সরবরাহ করে থাকে। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। নাবালিকার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জলের ড্রাম নিয়ে সিঁড়িতে ওঠার সময় অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে ওই নাবালিকাকে নিগ্রহ করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পরই সার্ভে পার্ক থানার পুলিস অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় এনেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত প্রায়ই নাবালিকার বাড়িতে জল দিতে যেত বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জল দিতে গিয়েই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির বিরুদ্ধে।গভীর রাতে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তারপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত জল ব্যবসায়ীকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই।চলতি মাসের শুরুতেই খাস কলকাতার বিডন স্ট্রিটে মাত্র ৭ মাসের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শিশুটিকে ফুটপাথে শুয়ে অঝোরে কাঁদতে দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন এগিয়ে যান। তখন তাঁরা লক্ষ্য করেন শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। এরপরই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Hindustan TV Bangla Bengali News Portal