নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-গত তিন-চার দিন ধরে পুকুরে ভাসছিল মুখ বাঁধা কয়েকটি বস্তা। মাছের খাবার ভেবে প্রথমে তেমন কেউ গুরুত্ব দেননি।রবিবার সকাল থেকে সেই বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে টনক নড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় বারাসত থানায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ তাঁদের। লক্ষ্য করেন, বস্তার ভিতর রয়েছে মানব দেহের টুকরো টুকরো অংশ। পরে, সেগুলো উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন ওই পুকুরে তিন-চার দিন ধরে কয়েকটি বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। কে বা কারা সেই বস্তা পুকুরে ফেলেছেন তার কোনও ধারণাই নেই এলাকাবাসীর।শনিবার বস্তাগুলো থেকে দুর্গন্ধ বার হতে থাকে। তখনই টনক নড়ে স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেন। পুকুরে ডুবুরি নামিয়ে বস্তাগুলি পাড়ে তোলার পর দেহাংশ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বস্তাগুলি ফেলে দিয়ে গিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।অন্য কোথাও খুন করার পর দেহ কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়। তার পর তা প্লাস্টিকের ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বলে অনুমান করা করা হচ্ছে। আরও কোনও দেহাংশ মেলে কি না, তারও খোঁজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।