প্রসেনজিৎ ধর, কলকাতা :- সন্দেশখালির সভা মঞ্চে দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না’। একই সঙ্গে, সন্দেশখালির ঘটনা নিয়ে বেশি কথা না বললেও, বিজেপিকে নিশানা করেন তিনি। বছরের প্রথম দিকে রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল সন্দেশখালির ঘটনা। সেখানে ইডি আধিকারিকদের উপরে হামলা ও পরে তৃণমূল নেতা শাহজাহান গ্রেফতার হন। তারপরেই উঠে আসতে থাকে সেখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে গোটা সন্দেশখালি। সেই সময় এলাকার মানুষজনের দাবি ছিল একবার অন্তত সেখানে যান মুখ্যমন্ত্রী। সোমবার সেই সন্দেশখালিতে দাঁড়িয়েই বিরোধীদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করলেন ১২৩ কোটি টাকার ৬৬টি প্রকল্পেরও।সন্দেশখালির মহিলাদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলেন, ”কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মেয়েরা, কেউ ডাকল আর চলে গেলেন, এমনটা করবেন না।” একই সঙ্গে সরকারি প্রকল্পের টাকা কাউকে না দেওয়ার স্পষ্ট বার্তাও তিনি দেন। মমতা বলেন, ”আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।” এরপরই নিজের ভাষণে বিজেপিকে বিঁধে তিনি বলেন, ”আমি জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।” তবে মমতা এও বলেন, যা হয়েছে, হয়েছে। তাঁর কিছু ‘মনে নেই’, তিনি ভুলে গেছেন! সন্দেশখালির মঞ্চ থেকে বিজেপির পাশাপাশি সিপিএমকেও নিশানা করেন মমতা। বলেন, বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় যেন কেউ হাত না দেন। আর সিপিএমকে আক্রমণ করে মমতা বলেন, সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে। মমতার কথায়, ”ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না। মনে রাখবেন, দিদিকে বললে দিদি কাজ করবে।”