Breaking News

২০১৬ সালের সিপিএমের ব্রিগেড সমাবেশ আয়োজনের দায়িত্ব দেওয়া হতে পারে সিটু, কৃষক ও খেতমজুর সংগঠনকে!

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনই উঠল দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলন এর বিতর্ক প্রসঙ্গ। সূত্রের খবর, জেলা সম্পাদক রতন বাগচী জানান, ১৮ জনের নাম প্রত্যাহার এর সিদ্ধান্ত পরিকল্পিত। একজোট হয়েই করা হয়েছে। এরপর দল যা সিদ্ধান্ত নেবেন মেনে নেবেন তিনি। নজিরবিহীন ঘটনার পিছনে ‘ষড়যন্ত্র’ তত্ত্ব! দলের অন্দরে উঠেছে প্রশ্ন।অন্যদিকে নতুন বছরে সিপিএমের চিরাচরিত ঐতিহ্য মেনে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হল। এনিয়ে রাজ্য সংগঠনে একপ্রস্ত আলোচনা হয়েছে। তবে দিনক্ষণ এখনও স্থির হয়নি বলেই খবর|আলিমুদ্দিন সূত্রে খবর, নতুন বছরে মার্চ বা এপ্রিলে ব্রিগেড সমাবেশ ডাকতে পারে সিপিএম। প্রাথমিকভাবে এই বিষয়ে একটা আলোচনা হয়েছে বলে রাজ্য সিপিএম সূত্রে খবর। পার্টির সিটু, কৃষক ও খেতমজুর সংগঠনকে এই সমাবেশের দায়িত্ব দেওয়া হতে পারে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে জানুয়ারিতে শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন। মীনাক্ষী, সৃজন, প্রতীকুরদের সেই সমাবেশ সাড়া ফেললেও চব্বিশের ভোটবাক্সে তার প্রতিফলন পড়েনি। যুব প্রজন্মের যে নেতারা ভোটে লড়েছিলেন, তাঁরা কেউ জামানত বাঁচাতে পারেননি।গতবারের আয়োজক যেমন ছিলেন দলের ছাত্র-যুবরা, তেমনই আগামী সমাবেশের দায়িত্ব দেওয়া হতে পারে সিপিএমের কৃষক, খেতমজুর, সিটু সংগঠনের উপর। এনিয়ে একদফা আলোচনা হয়েছে দলের অন্দরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *