Breaking News

বর্ষশেষের রাতে বন্ধ শহরের একাধিক রাস্তা!তিলোত্তমাকে যানজটমুক্ত করে ভিড় নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বর্ষবরণের রাতে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান-সহ কলকাতার উপকণ্ঠের একাধিক এলাকায়। ৩১ তারিখ বিকেল চারটে থেকে ১ তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু-তারিখ রাত বারোটা পর্যন্ত পাক স্টিট উইড স্ট্রীট এবং জহরলাল নেহেরু রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিপথ পরিবর্তন হবে।যেমন রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে যেতে হলে মোড় নেওয়া যাবে না ডান দিকে। গাড়ি পার্ক করতে হবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিট, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের কিছু অংশে পার্কিং করা যাবে।বর্ষশেষে যানযটের সমস্যা হতে পারে। সে কথা মাথায় রেখেই কোথায় কোথায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও তালিকা দিয়েছে লালবাজার। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই স্ট্রিট এবং উড স্ট্রিটের বিস্তীর্ণ অংশে গাড়ি রাখা যাবে না। তবে এই তালিকায় থাকা বেশকিছু রাস্তার কিছু অংশে পার্কিংয়ের অনুমতি রয়েছে। এর পাশাপাশি শহরের যেসব রাস্তায় বর্ষবরণের রাতে ও নববর্ষের দিন স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ হতে পারে সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল কলকাতা জাদুঘরের সামনের রাস্তা সহ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে বিড়লা প্লানেটরিয়াম, আলিপুর চিড়িয়াখানা, পরেশনাথ মন্দির, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউমার্কেট চত্বর সহ বিড়লা মন্দির সংলগ্ন আশুতোষ চৌধুরী এভিনিউ ও মিলিনিয়াম পার্ক চত্বর এলাকায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *