দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিটে অনুমোদন দিল রাজভবন। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যপালের কাছে চার্জশিট পাঠায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই চার্জশিটে অনুমোদন দেন। সেই কপই আদালতে জমা দেন সিবিআই-এর আইনজীবী। সুতরাং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর চার্জ গঠনের মামলায় আরও একধাপ এগোল সিবিআই।অনুমোদন পাওয়ার পর সেই চার্জশিটের কপি আদালতে জমাও দিয়েছে সিবিআই। নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে চার্জ গঠনের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই দুর্নীতি মামলায় গ্রেফতারের ৮৮ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্য অভিযুক্তর বিরুদ্ধে আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিটে পার্থকেই নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর ১ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়কে জেল থেকেই গ্রেফতার করেছিল সিবিআই।রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। তবে সিবিআই-এর মামলায় এখনও তিনি জামিন পাননি। কারণ সিবিআই-এর মামলায় জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এরপর মামলাটি অন্য বিচারপতির বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম। সেই কারণে ঝুলে যায় পার্থের মামলা। আবার ইডির বিশেষ আদালত ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এরইমধ্যে, সিবিআই-এর চার্জশিটে রাজ্যপালের অনুমোদন পাওয়ায় আরও চাপে পড়ল পার্থ।
Hindustan TV Bangla Bengali News Portal