Breaking News

তৃণমূল নেতা কুরবান খুনে অবশেষে সুপ্রিম কোর্টে জামিন আনিসুর রহমানের!

প্রসেনজিৎ ধর :-তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শায়ের হত্যা মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন অন্যতম অভিযুক্ত। এ দিন বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ আনিসুর রহমান নামে ওই অভিযুক্তের জামিনের আর্জি মঞ্জুর করে। ২০১৯ সালে খুন হন কুরবান। ২০২১-এর ২৬ ফেব্রুয়ারি আনিসুরের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের বিজ্ঞপ্তিও জারি করেছিল রাজ্য সরকার। পরে অবশ্য কলকাতা হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। এর আগে হাইকোর্টে আনিসুরের জামিনের আবেদনও পাঁচবার খারিজ হয়েছিল। এ বার সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন তিনি।২০১৯ সালের ৯ অক্টোবর পূর্ব মেদিনীপুরের মাইশোরা বাজারে দলীয় কার্যালয়ের সামনে খুন করা হয়েছিল তৃণমূলের পাঁশকুড়া ব্লকের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কোরবান শাহকে। ওই ঘটনায় আনিসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রসঙ্গত, তৃণমূল নেতা খুনের মামলা থেকে আনিসুর-সহ বাকি অভিযুক্তকে সম্প্রতি অব্যাহতি দিয়েছে রাজ্য। এজন্য ক্যাবিনেটে সিদ্ধান্তও নেওয়া হয়। পরে রাজ্যের তরফে তমলুক আদালতে ক্যাবিনেটের কথা জানানো হয়। রাজ্যের সুপারিশ মেনে আনিসুরের জামিন মঞ্জুর করেন বিচারক।তবে আনিসুরের জামিনের বিরোধিতায় সেদিনই জেলা আদালতে হাজির হন নিহত তৃণমূল নেতার স্ত্রী। ফলে জামিনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ফের আনিসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের ওই গ্রেফতারির বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনিসুর। এদিন সুপ্রিম কোর্টের তরফে জামিনের সেই আবেদন মঞ্জুর করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *