দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাড়ির একাংশ থেকে বেরিয়ে আসছে তেল। এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন ওই পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, এলাকার অন্যান্য বাসিন্দারাও অবাক । একদিন বা দু’দিন নয় একবছরের বেশি সময় ধরে এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা। এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি ডিপার্টমেন্ট, রাজপুর সোনারপুর পুরসভা এবং নরেন্দ্রপুর থানাকে লিখিতভাবে জানানো হয়েছে। বাড়ির দেওয়াল চুঁইয়ে পড়া তেলের কাণ্ড ঘটে চলেছে। একাধিকবার তেলের উৎস খোঁজার চেষ্টা করেছেন বাড়ির মালিক। রাজপুর সোনারপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। ৫০ বছরেরও বেশী সময় ধরে এখানে বসবাস করছেন তাঁরা। সাম্প্রতিক কালে এই সমস্যা তৈরি হয়েছে। আগে ছোট জায়গায় থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করছে। বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টর সদস্যদের। পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা মনে করছে যে তেল বের হচ্ছে তা দাহ্য নয়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পুরসভার পৌর পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল।অন্যদিকে কেন এই তেল বেরচ্ছে? তাহলে কি কোথাও তেলের খনি আছে? নাকি তেলের কোনও পাইপলাইন বাড়ির কাছে দিয়ে গিয়েছে? সেই পাইপলাইন সংস্কারের সময় কি ফেটে গিয়েছে? তা থেকে কি তেল বেরতে শুরু করেছে? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এইসব প্রশ্নের উত্তর জানতে নরেন্দ্রপুর থানা এলাকার ১২৩ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পুরসভার একটি প্রতিনিধি দল। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টর সদস্যদের।