প্রসেনজিৎ ধর :- স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আড়াই বছরের শিশুর কান্নার আওয়াজ শুনেই প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ ও স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিসকে। উদ্ধার করে দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী |জানা যাচ্ছে, ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলা কাটা হয়েছে। স্থানীয়দের কথায়, গত প্রায় ৮ মাস ধরে স্ত্রী পায়েল হালদার ও আড়াই বছরের ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকছিলেন শশধর হালদার। হামেশাই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। এদিন সকাল থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান বাড়ির মালিক। পরে সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও। ঘরের কাছে যেতেই বাইরে বেরিয়ে আসে শিশুটি। তারপরেই সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে দেখতে পান গলায় দড়ি দিয়ে ঝুলছেন শশধর। বিছনায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী পায়েলের মৃতদেহ। শিউরে ওঠা দৃশ্য দেখে তড়িঘড়ি বাড়ির মালিকই খবর দেন সোনারপুর থানায়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত চলছে। ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে বাড়ির মালিক-সহ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal