নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সংক্রমিত স্যালাইনে প্রসূতির মৃত্যুর প্রায় ৩৬ ঘণ্টা পরে নিষিদ্ধ সংস্থার সমস্ত পণ্য সরকারি হাসপাতাল থেকে সরিয়ে ফেলতে নির্দেশিকা জারি হল স্বাস্থ্যভবন থেকে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও স্টেট জেনারেল হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছে নির্দেশিকা।
পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’, যে সংস্থার স্যালাইনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের সংস্থার মোট ১০টি প্রোডাক্টে নিষেধাজ্ঞা দিল স্বাস্থ্য ভবন। সেই তালিকায় রয়েছে…
রিঙ্গার ল্যাকটেট
রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন
ডেক্সটরোজ ইঞ্জেকশন
ম্যানিটোল ইনফিউশন
প্যারাসিটামল ইনফিউশন
অফলক্সাসিন
১/২ ডিএনএস
সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন
পেডিয়াট্রিক মেনটেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন
এই সমস্ত ওষুধ হাসপাতালে কোথাও ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। সেই তালিকায় রিঙ্গার ল্যাকটেট ছাড়াও রয়েছে, প্যারাসিটামল ও শিশুদের শরীরে সোডিয়াম – পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে ব্যবহৃত তরলও। নতুন সরবরাহ পেতে নতুন করে বরাত দিতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। আর এরপর থেকেই হাসপাতালে যেখানে যত স্যালাইনের বোতল রয়েছে তা বার করে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে অজ্ঞাত জায়গায়।