Breaking News

কেন্দ্রীয় কমিটির পর সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতেও মীনাক্ষী মুখোপাধ্যায়!’আজ থেকে লড়াই শুরু’ ব্রিগেড থেকে বার্তা সেলিমের,২০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক সিটুর

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা :- আরও দায়িত্ব বাড়ল মীনাক্ষীর | সম্প্রতি সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীতেও ঠাঁই পেলেন তিনি। সোমবার মুজফফর আহমেদ ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী ঘোষণা করা হয়েছে। সেখানেই নাম রয়েছে নতুন দু’জনের, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সৈয়দ হোসেন।

অন্যদিকে সিপিএমের ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একইসুরে আক্রমণ শানালেন মহম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে ব্রিগেডের মঞ্চ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক দাবি করলেন যে এখন রাজ্য এবং দেশে দুর্দশা চলছে। আর সেই দুর্দশা কাটাতে পারে বামেরাই। তাঁর কথায়, ‘যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তাহলে বলা হয়, একটু বাঁ-দিকে চেপে যান, বাঁ-দিক ধরুন। আজ এই দেশ এবং রাজ্যকে বাঁচাতে হলে বামপথ ধরতে হবে।’সেলিম শুরুতেই বলেন, “যাঁরা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকের এই ব্রিগেড তাদের বুকে কাঁপন ধরাবে। কাজের জায়গার বৃত্ত ছোট হয়ে যাচ্ছে। কেন্দ্র, রাজ্যে কোথাও নতুন করে নিয়োগ হচ্ছে না। যেখানেই নিয়োগ হচ্ছে, সেখানেই পাহাড়প্রমাণ দুর্নীতি। ২৬ হাজার মানুষের চাকরি গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট।”

অন্যদিকে ব্রিগেডের মঞ্চ থেকে আগামী ২০ মে দেশজুড়ে ধর্মঘট সফল করার ডাক দিল বামেরা। আজ, রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে এই ডাক দেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। এপ্রিল থেকে দেশে ধাপে ধাপে নয়া শ্রমবিধি কার্যকর করার কাজ চলছে। তার জন্য উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদিও তার বিরোধিতায় সরব সিপিএমের শ্রমিক সংগঠন। আর তাই আগামী ২০ মে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ ব্রিগেডের মঞ্চ থেকে শ্রমিক নেতা অনাদি সাহুর কণ্ঠে এই ধর্মঘট সফল করার আহ্বান শোনা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *