দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই বামেদের ব্রিগেড। এদিকে সাজ সাজ রব শুরু হয়ে গিয়েছে। কোনও খামতি রাখতে চান না বাম নেতারা। বামফ্রন্টের অন্তর্গত সব দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। তার মধ্যে বড় শরিক সিপিএমের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে। ইতিমধ্যেই প্রচার করতে শুরু করেছে তারা, তৃণমূল কংগ্রেস আর বিজেপি জাত ধর্মের জিগির তুলে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করছে। মেহনতি মানুষের জীবন যন্ত্রণাকে দেখছে না। শোষণ, সাম্প্রদায়িক রাজনীতি চলছে। রবিবার ব্রিগেড সমাবেশকে সামনে রেখে ব্যানার ফেস্টুনে শহর সেজে উঠেছে।বামেদের এই সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক লালবাজার। রবিবার সেক্ষেত্রে মোতায়েন থাকছে প্রায় ৯০০ পুলিশ। লালবাজার সূত্রের খবর, এই সমাবেশের জন্য শিয়ালদা ও হাওড়া স্টেশন, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর মোড়, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়-সহ আটটি জায়গায় জমায়েতের পরে বামকর্মীরা মিছিল করে ব্রিগেডে যাবেন। ফলে রবিবার হলেও এই সমাবেশের ফলে শহরজুড়ে ব্যাপক যানজট হতে পারে। এর জন্য এই সকল এলাকায় মোতায়েন করা হচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিকের পদস্থ আধিকারিকদের। এছাড়া, ছোট ছোট একাধিক মিছিলের আসার কথা শহরের বিভিন্ন প্রান্ত থেকে । আর তাতেই পুলিশের অনুমান, ওই সব ছোট-বড় মিছিলের জেরে বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। তার জন্য আগামিকাল লালবাজারের ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ময়দানে থাকবেন অন্য পুলিশ আধিকারিকরাও।শহর থেকে ৮ টি বেশি মিছিল ব্রিগেডের উদ্দেশে যাবে বলে জানা যাচ্ছে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার, সেন্ট্রাল মেট্রো সংলগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস ময়দান, হেস্টিংস ক্রসিং, এক্সাইড মোড ও ডরিনা ক্রসিং থেকে আসবে মিছিল। ইতিমধ্যেই হুইলচেয়ারে ব্রিগেডে পৌঁছে গেছেন হালিশহরের রবি দাস। তবে কী সিপিএম আবার মূলে ফিরছে? ক্ষয়িষ্ণু বামেদের দেখে বিগত কয়েকবছর ধরেই এক শ্রেণির রাজনীতির কারবারিরা খানিক সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকেই বলছিলেন, এখন আর সিপিএম তার শ্রেণির কথা বলে না। বরং শহুরে মধ্যবিত্তদের দিকে ঝুঁকেছে। কিন্তু, শ্রমিক ও ক্ষেত মজুরদের ডাকে ব্রিগেড সমাবেশের আয়োজন হতেই সিপিএম তাঁদের হৃতগৌরব কিছুটা হলেও ফেরাতে পারবে বলে মত অনেকের।চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও বিপুল জনসমাবেশ হয়েছিল। তবে ৪২টির মধ্যে একটি আসনও সিপিএম পায়নি। এবারের ব্রিগেড সমাবেশ আয়োজন করেছে দলের কৃষক, শ্রমিক, খেতমজুর সংগঠন। তাদের নেতানেত্রীরাই প্রধান মুখ।
Hindustan TV Bangla Bengali News Portal