প্রসেনজিৎ ধর, কলকাতা :- পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে এলাকাবাসী এখনও আতঙ্কে রয়েছেন। তাঁদের মানসিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে। ওয়াকফ অশান্তির পর মুর্শিদাবাদ জেলা পরিদর্শন করে এমনই পর্যবেক্ষণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই জেলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। মুর্শিদাবাদ উত্তাল হওয়ার পর শুক্রবার ও শনিবার দুর্গতদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। শুক্রবার মুর্শিদাবাদ ছেড়ে মালদহে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। আজ শনিবার যান মুর্শিদাবাদের জাফরাবাদ, বেতোয়ান ও ধুলিয়ানে। জাফরাবাদে খুন হওয়া হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান। কথা বলেন পরিবারের সঙ্গে। সেখানে বিএএসএফ ক্যাম্পের দাবি তোলেন বাসিন্দা। সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বলেন, “স্থানীয়রা বেশ কয়েকটি দাবি রয়েছে। তাঁরা জাস্টিস চান। শান্তিতে থাকতে চান। সঙ্গে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। সঠিক জায়গায় বিষয়টি জানাব। আমি আশাবাদী অন্ধকার কেটে আলোর দেখা মিলবে। একজন রাজ্যপাল হিসাবে আমার যা করণীয় আমি করছি, করব। এটাই আমার কর্তব্য। আমি বাংলার মানুষের সঙ্গে আছি।” তিনি আরও জানান, তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝেছেন তাঁরা কী চান, তাঁদের কী প্রয়োজন। রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে কথা বলে প্রথমেই শান্তি ফেরানোর বার্তা দিয়েছিলেন। বলেছেন, রাজ্য সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা। এছাড়া আক্রান্তদের রাজভবনের পিসরুমের ফোন নম্বর দিয়েছেন তিনি। অন্যদিকে, স্থানীয়দের বিএফএফ ক্যাম্পের দাবি শুনে তিনি বলেন, মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন তা বোঝা যাচ্ছে। তাঁরা অনেক পরামর্শ দিয়েছেন এবং সেগুলি বিবেচনা করা হবে। জেলা সফর সেরে শনিবারই কলকাতায় ফিরবেন রাজ্যপাল। অন্যদিকে, মুর্শিদাবাদে গেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও মালদহ দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী।
Hindustan TV Bangla Bengali News Portal