দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। প্রাথমিকভাবে তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। রাজভবন সূত্রের খবর, রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অন্য হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হতে পারে। শালবনিতে যাওয়ার আগে তাঁকে দেখে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| কমান্ড হাসপাতাল সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। ৩টি ব্লকেজ রয়েছে তাঁর হার্টে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ, এসএসকেএম হাসপাতাল থেকে একজন কার্ডিওলজিস্টকে ডেকে পাঠানো হয় রাজভবনে। তিনি রাজ্যপালের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর, তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওই চিকিৎসকের তত্ত্বাবধানেই কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয় রাজ্যপালকে। এরপর সারা হয় প্রয়োজনীয় পরীক্ষা। তাতেই হার্টে ব্লকেজ মেলে ৩টি।এদিকে রাজ্যপাল অসুস্থ এই খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শালবনি যাওয়ার পথে তাঁকে দেখতে যান।মুখ্যমন্ত্রী রাজ্যপালকে দেখে বেরিয়ে বলেন, ‘‘রাজ্যপালকে দেখতে এসেছিলাম। ওঁকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরটা খারাপ। দেখে এলাম।’’ মমতার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন,’রাজ্যপাল সিভি আনন্দ বোসের শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত উদ্বেগে রয়েছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।সূত্রের খবর, রাজ্যপালের হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ থাকতে পারে। মোটামুটি তাঁর তিনটি বা তার থেকে বেশি ব্লকেজ থাকতে পারে বলে খবর। বাইপাসের ধারে হাসপাতালে তাঁর অপারেশন হতে পারে।এদিকে শনিবারই জেলা সফরে ছিলেন রাজ্যপাল। মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারগুলি তাঁর কাছে এসেছিলেন রাজভবনে। তিনি তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তাঁর সঙ্গে কথা বলেন। এরপর রাজ্যপাল জেলা সফরে যান। সেখানে গিয়ে তিনি মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছিলেন। আর সোমবারই সকালে জানা গেল অসুস্থ রাজ্যপাল।
Hindustan TV Bangla Bengali News Portal