Breaking News

ডিজে বাজিয়ে রাস্তা আটকে নাচ, বর্ধমানে ইটের ঘায়ে কপাল ফাটল পুলিশের! গ্রেফতার ৯

দেবরীনা মণ্ডল সাহা :-পিকনিকে ধুন্ধুমার, শুক্রবার রাতে বর্ধমানে পুলিশের সঙ্গে পিকনিক পার্টির সংঘর্ষ বাঁধে। মাথা ফাটে কনস্টেবলের। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যায় কয়েক জন যুবক পিকনিক করে ডিজে বাজিয়ে বর্ধমান-নবদ্বীপ রাজ্য সড়ক ধরে ফিরছিলেন। দেওয়ানদিঘী থানার কুড়মুন এলাকায় নাচানাচি শুরু করেন তাঁরা। তাতে রাস্তায় যানজট হয়। খবর পেয়ে ওই জায়গায় যায় পুলিশ। গানবাজনার শব্দ কমিয়ে রাস্তা ছাড়ার কথা বলতেই পুলিশের সঙ্গে বিতণ্ডা শুরু হয় যুবকদের। অভিযোগ, ওই যুবকেরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বলে অভিযোগ। একটি ইটের ঘায়ে জখম হন পুলিশ কর্মী। ওই পুলিশকর্মীকে প্রথমে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।অন্য দিকে গন্ডগোলের খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। গ্রেফতার করা হয়েছে মোট ন’জনকে। দেওয়ানদিঘির ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুরমুন গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ওই গ্রামে অভিযান চালিয়ে নজনকে গ্রেপ্তার করা হয়। চারটে ডিজে বক্স, ৪৫টি মাইক, একটি জেনারেটর এবং একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *