প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগুনের গ্রাসে শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যস্ত স্টেশন চত্বরে। হতাহতের এখনও খবর মেলেনি। তবে প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।শিয়ালদহ দক্ষিণ শাখার দিকে থাকা বাইরের ফুড কোর্টের দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো দোকানটি আগুনের গ্রাসে চলে আসে। কারও মৃত্যু না হলেও অনেক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু তা পুরোপুরি সম্ভব না হওয়ায় দমকল ডাকা হয়।অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। বিকেলের ব্যস্ত সময় তা সামলাতে কিছুটা চাপে পড়ে ট্রাফিক পুলিশ। তবে শোনা গিয়েছে, ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার প্রায় আধ ঘণ্টা পর দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বহু স্থানীয় মানুষ, সাধারণ যাত্রীরাও। যে জায়গাটিতে আগুন লেগেছে, তার অদূরেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। পাশেই রয়েছে মেট্রো স্টেশন। ঢিল ছোড়া দূরত্বে বিআর সিং হাসপাতাল। ফলে প্রচুর মানুষের আনাগোনা হয় জায়গাটিতে। তাই অগ্নিকাণ্ডের কারণে হুড়োহুড়ি শুরু হয় ওই জায়গায়। আগুনের গ্রাস থেকে জিনিসপত্র বাঁচানোর চেষ্টা শুরু হয়। প্যাকেট এবং বাক্সে ভরে ভরে খাবারদাবার বাইরে নিয়ে আসেন ‘ফুড কোর্ট’-এর কর্মীরা।তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণ আনে দমকলবাহিনী।