প্রসেনজিৎ ধর:-প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। হাওড়ার ডোমজুড়ে ONGC-র রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়া ঢেকে গিয়েছে চারপাশ। ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন। শেষ খবর অনুযায়ী, আগুন এখনও নেভানো যায়নি। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে |
ঘটনাস্থলে গিয়েছেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে ৩টে নাগাদ যখন কারখানাটিতে আগুন লাগে। ওই সময় কারখানাটি বন্ধ ছিল। ফলে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন অনেকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির এলাকা হলেও কারখানাটি বেসরকারি মালিকানাধীন বলে জানা গিয়েছে। সোমবার দুপুরে কারখানার একাংশ থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখে স্থানীয়েরা খবর দেন ডোমজুড় থানায়। ডোমজুড় থানা বিষয়টি দমকলকে জানায়। তবে দমকল আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই রাসায়নিক কারখানায় অনেক দাহ্য বস্তু, রাসায়নিক ভর্তি ড্রাম থাকায় আগুন দ্রুত ছড়াচ্ছে বলে মত স্থানীয়দের।খবর পেয়ে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলের মোট ১৫ টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাসায়নিক কারখানা হওয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে ওই কারখানার অংশ। এদিকে হাওয়ার গতিবেগও বেশি থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে।কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সেই সঙ্গে আগুনের তীব্র হলকাও বেরতে দেখা যায়। প্রথম দিকে দমকল কর্মীদেরও আগুন আয়ত্ব আনতে প্রবল বেগ পেতে হয়েছিল। আশপাশ এলাকা থেকে দমকম কর্মীরা আগুন নেভানোর জল সংগ্রহ করেন।কীভাবে আগুন লাগল? সেই বিষয়টি তদন্ত করতে দেখা হবে বলে পুলিশ ও দমকল আধিকারিকরা জানিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal