Breaking News

মুর্শিদাবাদ অশান্তির আঁচ বালুরঘাটেও!সুকান্তর মিছিলে বিজেপি কর্মী-পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ পুলিশের

নিজস্ব সংবাদদাতা :-বালুরঘাটে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। এসডিও অফিসের সামনে মিছিল পৌঁছতেও উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের |উল্লেখ্য, শনিবার বিজেপির তরফে বালুরঘাট মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় | শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের সুব্যবস্থা এবং মালদহ, মুর্শিদাবাদে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বালুরঘাটে এই কর্মসূচি নেয় | বিজেপির এই কর্মসূচির কারণে মহকুমা শাসকের দফতরের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় |ব্যারিকেডও দেওয়া হয় | বিজেপি কর্মী-সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে যান| সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন| সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ মিছিলে হাজার খানেক কর্মী-সমর্থক অংশ নেন| মিছিল করে তাঁরা বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসতেই পুলিশি ব্যারিকেডের বাধার মুখে পড়েন | সেই সময় আন্দোলনকারীরা সেই ব্যারিকেড উপরে তুলে ফেলেন| পুলিশের তরফে আন্দোলকারীদের প্রতিহত করা হয়| তখনই দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়| সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ অভিযোগ,বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ| পুলিশ লাঠিচার্জ করতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে| সুকান্ত মজুমদার বলেন, ‘‘শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয়| এরপরই পুলিশ লাঠিচার্জ করে| পুলিশের লাঠি আঘাতে বেশকিছু বিজেপি কর্মী আহত হয়েছেন| ডিএসপি বিক্রম প্রসাদের নেতৃত্বে এই লাঠিচার্জ হয়েছে ও আমাদের বিশেষ করে চারজন গুরুতর আহত হয়েছে|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *