Breaking News

৫০ লক্ষর বন্ডে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন! ১৪ মাস পরে জেলমুক্তি ঘটতে চলেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ইডি-র বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। গ্রেফতারির প্রায় ১৪ মাস পর আদালত থেকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। জামিন দিতে গিয়ে বিচারক বলেন, ”১৪ মাস জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মামলায় অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন। তাই তাঁকেও জামিন দেওয়া হল।”ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি আদালতে চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। বুধবার সেখানেই জামিন পান জ্যোতিপ্রিয়। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এছাড়া এই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন বলেও জানান তাঁরা। সঙ্গে জানান, জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত।
জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি খারিজের দাবি জানিয়ে ফের এদিন প্রভাবশালী তত্ত্ব তুলে সরব হন ইডির আইনজীবীরা। তাঁরা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সেকথায় এদিন আর কান দেননি বিচারক। তিনি ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেন। রেশন দুর্নীতিতে ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। এর পর তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কী ভাবে চালকল মালিকদের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে জ্যোতিপ্রিয় সরকারি চাল খোলা বাজারে পাচার করেছেন তা জানিয়ে ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *