প্রসেনজিৎ ধর :- “২০২১ সালে মানুষ তৃণমূল সরকারকে টাটা -বাই বাই করে মমতা বন্দোপাধ্যায়কে পাকিস্তানের টিকিট দিয়ে পাঠিয়ে দেবে পাকিস্তানে”, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগণায় ক্যানিং ১নং ব্লকে স্বামী বিবেকানন্দ এর জন্মদিনে যুব দিবসের এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসক দলকে এইভাবেই বিঁধলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ | বিজেপি নেতা অমিত শাহ – এর বরংবার বলা একুশের নির্বাচনে ২০০ টি সিট টার্গেট বিজেপি পেরিয়ে যাবে বলেও এদিন দাবি করেন ভারতী ঘোষ|

এমনকি তিনি আরও বলেন, তৃণমূল মানুষের মন থেকে মুছে গেছে, তৃণমূলকে মানুষ চাইছে না | তাঁর আরও অভিযোগ, ক্ষমতায় আসার আগে সুন্দরবন এর উন্নয়ন করবেন বলেও করেনি তৃণমূল সরকার, শিল্প এর কোনও উন্নতি নেই এ রাজ্যে | সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে সেই জমি আর চাষযোগ্য নেই বলেও দাবি করেন তিনি | এমনকি মৃতদেহ নিয়েও দুর্নীতি করছে এই সরকার | বিজেপি নেত্রীর দাবি, এই কাটমানির সরকারকে বিদায় দিতে মানুষ প্রস্তুত | তাঁর আরও অভিযোগ ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট এর অধ্যাপক ড: ইন্দ্রনীল দাশগুপ্ত সমীক্ষা করে বলেছেন এই সরকার বছরে ৩০ হাজার কোটি টাকা কাটমানি খাচ্ছে | মঙ্গলবার স্বামী বিবেকানন্দ এর জন্মদিনে যুব দিবসের এক অনুষ্ঠানে যোগ দেন ভারতী ঘোষ | এদিনের মঞ্চ থেকে তিনি বলেন, স্বামীজি নিজের জীবনে যুব সমাজকে প্রগতিশীল করতে চেয়েছিলেন | চেয়েছিলেন যুব সমাজকে উত্তরণের পথ তিনি প্রশস্থ করতে | তাঁর জীবনদৰ্শ আমাদের পাথেয় বলেও বলেন তিনি | এদিন অনুষ্ঠানের পর চাঁচাছোলা ভাষায় শাসকদলকে বিঁধলেন ভারতী ঘোষ | নির্বাচন এগিয়ে আসতেই রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের একে ওপরের প্রতি আক্রমণ যেন রোজগার বিষয় হয়ে দাঁড়িয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal