প্রসেনজিৎ ধর :- এবার আইকোর কাণ্ড, সারদা কাণ্ড এবং নারদা কাণ্ডে প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়-এর গ্রেফতারের দাবি করে বসলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ | আক্রমণ পাল্টা আক্রমণে জেরবার বঙ্গ রাজনীতি | গতকালই শোভন চট্টোপাধ্যায় বিজেপির রোড শো থেকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষকে টার্গেট করে | তার ২৪ ঘণ্টা পার হতে না হতে বিধ্বংসী মেজাজে কুণাল পাল্টা তোপে আক্রমণ করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে | শুধু শোভন চট্টোপাধ্যায়ই নয়, কুণালের এদিনের নিশানায় ছিলেন বৈশাখীও | এদিন কুণাল ঘোষ বলেন, “বৃহৎ ষড়যন্ত্রের অংশ শোভন চট্টোপাধ্যায়। আইকোর, নারদা, সারদা- সব চিটফান্ডের সঙ্গেই যুক্ত শোভন | কেন তাঁকে গ্রেফতার করা হবে না? আর প্রয়োজনে আমার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতেই হবে | উনি তৃণমূল কেন ছেড়েছেন বলছেন, বৈশাখীর জীবনী বলছেন, কিন্তু কেন তিনি বিজেপিতে যোগ দিলেন, তা বলছেন না।”এদিন আইকোরের এজেন্টদের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে শোভনের যোগ দেওয়ার একটি ছবিও এদিন দেখান কুণাল ঘোষ | জেলের মধ্যে কী ভাবে আইকোর মালিক অনুকূল মাইতি মারা গেলেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন কুণাল ঘোষ | এদিকে, শোভন চট্টোপাধ্যায়কে টার্গেটে রেখে কুণাল ঘোষ বলেন, সুদীপ্ত সেনের নিজের লেখা বয়ানে সারদা কর্তা কোর্টকে লাইসেন্স সংক্রান্ত কিছু তথ্য দেন | সেখানে কলকাতার প্রাক্তন মেয়র ও ১ কোটি টাকা নিয়ে একাধিক রহস্য রয়েছে বলেও অভিযোগের ইঙ্গিত স্পষ্ট করেন কুণাল | পাশাপাশি কুণাল ঘোষের দাবি,'”শোভনদা মেয়র থাকাকালীন’ কুণাল ঘোষের সাংসদ তহবিলের টাকায় কেন ৪০ টি অ্যাম্বুলেন্স থেকে কুণাল ঘোষের নাম সরিয়ে দেন |”সেই অ্যাম্বুলেন্সের হদিশ নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ | সোমবার বৈশাখীর কুণালের বিরুদ্ধে করা অভিযোগেরও পাল্টা বলেন কুণাল ঘোষ | কুণাল ঘোষ বলেন, বৈশাখী দেবী শিক্ষিতা, সুন্দরী হয়ে একজন অভিযুক্তের সঙ্গে কী করে রয়েছেন? কুণাল ঘোষের দাবি, ‘বৈশাখীদেবী প্রশ্ন করছেন টাকা কে নিয়েছে,’ তিনি চাইলেই পাশে বসা শোভন চট্টোপাধ্যায়কে দেখে নিতে পারতেন | এমন ভাষাতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেন কুণাল ঘোষ | আক্রমণ-পালটা আক্রমণ অব্যাহত | তিনটি বড় দুর্নীতি আইকোর কাণ্ড, সারদা কাণ্ড এবং নারদা কাণ্ডে শোভনের প্রত্যক্ষ যোগের অভিযোগ তুলে অবিলম্বে তাঁকে গ্রেফতারের যে দাবি করেছেন কুণাল ঘোষ তাতে শোভনের চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল |