নিজেস্ব সংবাদদাতা :- নির্বাচনের দিন ঘোষণা হতে আর কিছুক্ষণ বাকি। এরই মধ্যে বাংলায় এসে চমক দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি | দক্ষিণ ২৪ পরগণায় বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে স্কুটার চালালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | শুক্রবার স্মৃতি ইরানির উপস্থিতিতে গড়িয়া থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ যাত্রা শুরু হয় | পরিবর্তন যাত্রায় স্মৃতি ইরানির সঙ্গে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল | গড়িয়া স্টেশন থেকে খেয়াদা হয়ে ভাঙড় অবধি চলে এই রথযাত্রা| পরিবর্তন যাত্রায় গঙ্গাজোয়ার এলাকার সভায় কিছুক্ষণ বক্তৃতা দেন স্মৃতি ইরানি | এরপর সেখান থেকে স্কুটি করে যান প্রতাপগঞ্জের দিকে| এরপর সেখান থেকে স্কুটি করে যান প্রতাপগঞ্জের দিকে | তিনি যখন স্কুটি চালাচ্ছিলেন তখন পিছনেই ছিলেন সমর্থকেরা |
দেখা গেল স্কুটি চালাতে বেশ ভালোই পারদর্শী কেন্দ্রীয় মন্ত্রী|পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিতে অভিনব কায়দায় মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদে বেশ সাড়া পড়ে গিয়েছে | বৃহস্পতিবার নবান্ন থেকে শুধু ফেরা না | নবান্নে যাওয়ার পথেও স্কুটিতে চেপেই নবান্নে গেছেন মমতা | পিছনে বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ঝুলছিল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাখা ফেস্টুন | সব মিলিয়ে মমতার এই অভিনব প্রতিবাদ যে বেশ সাড়া ফেলে দিয়েছে তা বলাই যায় | কারণ তার পরের দিনই স্কুটি নিয়ে রাস্তায় নামলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী | পরিবর্তন যাত্রায় এসে স্কুটার চালালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি |