দেবরীনা মণ্ডল সাহা :- আগামী ৭ মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে হাজির থাকতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তার আগে ২ মার্চ ফের দু’দিনের সফরে বাংলায় আসছেন অমিত শাহ | বিজেপি সূত্রে খবর, ওই দু’দিনের সফরে মূলত কলকাতাতেই তাঁর কর্মসূচি | সূত্রের খবর, মার্চের ২ তারিখ উত্তর কলকাতার টালা থেকে চৌরঙ্গী পর্যন্ত মিছিল করবেন অমিত শাহ | তার পরের দিন অর্থাৎ ৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করবেন তিনি | আপাতত রাজ্য বিজেপি-র পাখির চোখ ব্রিগেড সমাবেশ | কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, ওই সমাবেশকে ঐতিহাসিক চেহারা দিতে আগে কলকাতায় একাধিক সভা করে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন বিজেপি নেতৃত্ব |
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, অমিত শাহ আসবেন মঙ্গলবার | সে দিন কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি কর্মসূচি হবে উত্তর কলকাতায় | সেখানে একটি জনসভা করবেন অমিত | দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে ওই যাত্রার সূচনা করেন তিনিই | পরের দিন বুধবার দক্ষিণ কলকাতায় রোড-শো এবং সমাবেশ করতে পারেন অমিত | এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, দক্ষিণে অমিতের সভা হবে হাজরা মোড়ে | তার আগে ভবানীপুরে হবে রোড-শো| সব মিলিয়ে বঙ্গজয়ে এবার সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির |