প্রসেনজিৎ ধর :- হরিদেবপুরের ছায়া এবার উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। ঘর থেকে উদ্ধার বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (৮০)। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের অধীনে জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকার বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তারপর থেকে এখানে একাই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। একদিন আগেই বৃদ্ধার মেয়ে তাঁর কাছে এসেছিল। দীর্ঘক্ষণ কথাও হয় তাঁদের মধ্যে। বিকেলে শ্বশুরবাড়ি ফিরে যান ফুলজান বিবির মেয়ে। তারপর রাতে ফোনেও মা–মেয়ের কথা হয়েছে। আজ, শুক্রবার সকাল থেকে দরজা খোলেননি ফুলজান বিবি। তখনই সন্দেহ হয় প্রতিবেশীদের।অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা ফুলজান বিবি একাই থাকতেন। খানিকটা দূরে থাকেন তাঁর মেয়ে। প্রতিবেশীরা তাই প্রথমে মেয়েকে খবর দেন। আজ সকালে তাঁর মেয়ে এসে ডাকাডাকি করলেও সাড়াশব্দ পাননি। তারপর অনেক চেষ্টা করে ঘরের ভিতরে দেখতে পান মায়ের নলিকাটা মৃতদেহ পড়ে আছে। তারপর জেঠিয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কে কী কারণে এই ঘটনা ঘটাল সেটা বুঝতে পারছেন না বৃদ্ধার পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন ফুলজান বিবির মেয়ে।দ্রুতই এই খুনের রহস্যের জট খুলবে বলে আশাবাদী পুলিশ। প্রতিবেশীরা জানান, বৃদ্ধা ফুলজান বিবির কারও সঙ্গে কোনওরকম বিবাদ ছিল না। ফলে কে এই ঘটনা ঘটাল? উদ্দেশ্যই বা কী? সেটাই ভাবিয়ে তুলেছে পুলিশকে। প্রতিবেশীদের বেশ কয়েকজন ফুলজান বিবিকে শেষ কখন দেখেছেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিকল্পিত খুন বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে।
Hindustan TV Bangla Bengali News Portal