Breaking News

সফল প্রথম ট্রায়াল রান, নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো!খুব তাড়াতাড়ি চালু হবে পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর | ৭৬তম প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর অংশে (৭.০৪ কিলোমিটার) হলুদ লাইনের আপ এবং ডাউন উভয় লাইনে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি বছরেই এই মেট্রো রুট চালু হওয়ার কথা৷ তাহলে আরও একটি মাউলস্টোন ছোঁবে কলকাতা মেট্রো। এই মেট্রো চালু হলে কলকাতা, বিমানবন্দর ও উত্তর ২৪ পরগণার মধ্যে সংযোগ আরও মসৃণ হয়ে যাবে।
নোয়াপাড়া থেকে গতকাল অর্থাৎ ২৪ জানুয়ারি দুপুর ১২.০৯ মিনিটে রেক নং এমআর ৪০৮ দিয়ে এই ট্রায়াল রান শুরু হয়েছিল। মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডি-সহ মেট্রো রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন। পুরো ট্রায়াল রানের সময় মোটরম্যানের ক্যাবে উপস্থিত ছিলেন পি উদয়কুমার রেড্ডি। জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে, রেকটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থামে এবং জেনারেল ম্যানেজার এই স্টেশনটি পরিদর্শন করেন।ট্রায়াল রেকটি দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে পৌঁছয়। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে রেকটি ফেরার যাত্রা শুরু হয় বেলা ১টা ৫৭ নাগাদ শুরু হয় এবং ২টো ২১ মিনিটে নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছয়। অর্থাৎ, নোয়াপাড়া থেকে ৩৬ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বাকি থাকা কিছু কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলের এই উচ্চপদস্থ কর্তা। এই রুটে চারটি স্টেশন থাকবে- নোয়াপাড়া, দম দম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমান বন্দর। আবার নোয়াপাড়া সংযুক্ত একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে গড়িয়া পর্যন্ত। ফলে দক্ষিণ ২৪ পরগণা থেকে বিমানবন্দরে আসাও সহজ হয়ে গেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *