প্রসেনজিৎ ধর, কলকাতা :- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। নির্বাচনের আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করল মমতার সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বাজেট অধিবেশনের দিন ঠিক হয়। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন তিনি।২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এটিই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট।কারণ, আগামী বছর ভোট থাকায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে হবে সরকারকে।
১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে সংসদে। সেদিকে নজর রয়েছে আমজনতার। তারপরই পেশ হবে রাজ্য বাজেট।গত বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করেছিল সরকার। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয় ১ হাজার টাকা। আর যাঁরা ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা ১ হাজার ২০০ টাকা ভাতা পাবেন বলে ঘোষণা হয়। রাজ্য প্রশাসনের একাংশের ধারণা, বিধানসভা ভোটের আগে এ বারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বাজেটের আগে ফের একদফা বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। সম্ভবত ৪ ফেব্রুয়ারির সেই বেঠক হতে পারে। বাজেটে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে একপ্রস্থ আলোচনা হতে পারে।একাংশের ধারণা, এবারের রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপরে বাড়তি নজর দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বাংলার বাড়ির মতো যে প্রকল্প চালু আছে, তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে। চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও। আবার নয়া সামাজিক প্রকল্পের ঘোষণা করারও সম্ভাবনা আছে। কর্মসংস্থান, পরিকাঠামো এবং শিল্প নিয়ে বড় কোনও ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
