Breaking News

সরকারি এসএসকেএম-এ চিকিৎসায় ভরসা নেই! বেসরকারি হাসপাতালেই পার্থর চিকিৎসা,আবেদন মঞ্জুর আদালতের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিজের খরচে এসএসকেএম হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন পার্থ। এক্ষেত্রে ঝুঁকিও নিতে হবে খোদ প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে, এমনই নির্দেশ দিলেন বিচারক।প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর দাবি করেন যে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে চিকিৎসা করিয়ে তিনি সুস্থ হয়ে উঠছেন না। তাই বেসরকারি হাসপাতালে ভরতি হয়ে চিকিৎসা করাতে চান বলে আর্জি জানান পার্থ। সেই আর্জি গৃহীত হয়েছে। আর যে এসএসকেএম হাসপাতাল থেকে এখন অন্যত্র চলে যাচ্ছেন, সেখানে একাধিকবার ভরতি থেকেছিলেন পার্থ। এমনকী এসএসকেএমে ভরতি থাকা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তরফেও প্রশ্ন করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে কেন এসএসকেএমে ভরতি থাকতে চাইছেন পার্থ? এবার সেই হাসপাতাল থেকেই চলে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।পার্থ চট্টোপাধ্যায় সরকারি হাসপাতালের প্রতি তাঁর অনাস্থার কথা জানিয়ে বলেছিলেন “এসএসকেএম-এ থেকে আমি সুস্থ হচ্ছি না।” তাই সুস্থ হতে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান তিনি।পার্থর আইনজীবী বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়ে আর্জি করেছিলেন, প্রাক্তন মন্ত্রী চাইছেন যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানেই যেন তাঁকে স্থানান্তরিত করা হয়।এসএসকেএম কর্তৃপক্ষের কাছে এর পরপরই প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট তলব করেছিল ব্যাঙ্কশাল আদালত। সেই রিপোর্ট দেখেই বিচারক নির্দেশ দিয়েছেন, এসএসকেএম থেকে তিনি অন্য যে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন। তবে যাবতীয় খরচ এবং ঝুঁকি বহন করতে হবে পার্থকেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *