দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফেব্রুয়ারি মাসের ৫ ও ৬ তারিখ বাংলায় অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কারণ বাংলায় কারা বিনিয়োগ বা লগ্নি করেন সেটাই দেখার বিষয়। তবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হাইভোল্টেজ হবে বলে জানা যাচ্ছে। কারণ এখানে দেশের তাবড় শিল্পদ্যোগীদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক। এই খবর প্রকাশ্যে আসতেই এখন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও | নবান্ন সূত্রে খবর, ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুক এখানে একটা বড় নাম। প্রতিবেশী দেশের রাজার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভাল সম্পর্ক। এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগের দিন নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠকে মন্ত্রিসভা একাধিক শিল্পবান্ধব নীতির ছাড়পত্র দেবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি আসবেন বলে খবর। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ২২টি দেশের প্রতিনিধিদের এই বছরের এই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সন্মেলনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গ্লোবাল বিজনেস সামিটের প্রস্তুতি পর্যালোচনা করতে একটি বৈঠক ও করেছেন এবং মুখ্য সচিবও ফলো-আপ মিটিংয়ে অংশ নিয়েছিলেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই বছর কোনও নির্দিষ্ট অঞ্চলকে থিম হিসাবে বেছে নেওয়া হচ্ছে না, বরং শিল্প এবং বাণিজ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করা হচ্ছে। WBIDCর এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, এই সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ নীতিও ঘোষণা করা হতে পারে। তিনি আরও জানিয়েছেন, এবার বিনিয়োগকারীদের জন্য বড় চমক অপেক্ষা করছে। সূত্রের খবর, শুধু দেশের বড় শিল্পপতিরাই নয়, বিদেশের অনেক বড় শিল্পপতিরাও এবার বিজিবিএসে যোগ দেবেন এবং এখানে শিল্প স্থাপনের পরিকল্পনা ঘোষণা করবেন।
