দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের অগ্নিকাণ্ড কলকাতায়। ধাপা এলাকায় ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্লাস্টিকের পাইপ এবং টায়ারের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫ টি ইঞ্জিন।কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে।স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে গিয়েছিল। সেই আগুনের স্ফুলিঙ্গ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে সন্দেহ করছেন এলাকাবাসীরা। বস্তুত, এই এলাকায় টায়ার, প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের বস্তু মজুত ছিল। সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পাশাপাশি মাঝে মধ্যে দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেগ পেতে হচ্ছিল দমকলকর্মীদের। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা চালান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। এলাকার এক বাসিন্দা বলেন, ‘এখন অবস্থা খুব খারাপ। চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এখানে একটা ট্রান্সফোর্মার রয়েছে। ওটা থেকেই আগুন লেগেছে কারখানায়। তারপর সেটা আশপাশের কারখানায় ছড়িয়ে যায়।এছাড়া আগুনের উৎসস্থল খোঁজার চেষ্টা প্রথমে করেন দমকলের কর্মীরা। দমকা হাওয়া চলায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এই আবহে খোঁজ নেন দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর বক্তব্য, ‘খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। আমাদের দু’জন সিনিয়র অফিসার সেখানে রয়েছেন। যেভাবে বেআইনিভাবে দাহ্য পদার্থ সবাই মজুত করে রাখছে সেটা চিন্তার বিষয়। আমরা তো আগুন নিভিয়ে দেব। কিন্তু যাঁরা এই কাজ করেছে তাঁদের সতর্ক থাকা উচিত। আমরা এই নিয়ে বারবার মাইকিং করেছি, মিটিং করেছি। লাইসেন্স ছাড়াই প্লাস্টিক, টায়ার জমা করছে। ওখানকার কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে।’
Hindustan TV Bangla Bengali News Portal