Breaking News

‘‌দিঘা হবে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র’‌, দিঘায় পৌঁছে বললেন মমতা, ঘুরে দেখলেন মন্দির চত্বর!

দেবরীনা মণ্ডল সাহা :- দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনের কাউন্ট ডাউন চলছে। এক কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিঘায় পৌঁছে সব কাজ খতিয়ে দেখতে শুরু করেছেন। এখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। সৈকতনগরীতে জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে ভক্ত,পর্যটক থেকে সাধারণ মানুষ উন্মাদনায় মেতে উঠেছে। আজ হেলিকপ্টারে করে দিঘায় এসে নামেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই আপামর জনগণ ‘‌দিদি দিদি’‌ বলে চিৎকার জুড়ে দেন |বুধবার, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে জগন্নাথধামের। সোমবার দুপুরেই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টার থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটনে আরও বিকাশ ঘটবে। শুধু বেড়াতে নয়, এবার থেকে পুণ্যার্থীরাও ভিড় করবেন দিঘায়। তীর্থযাত্রা ঘিরে নতুন মাত্রা পাবে পর্যটন ব্যবসা।
সোমবার দুপুর ১২টা নাগাদ কপ্টারে দিঘা পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে রাজ্যের তিন মন্ত্রী – চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমণ দাস। এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে দিঘার উদ্দেশে রওনা দেওয়ার আগে শান্তি, সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।দিঘায় পৌঁছে তিনি আশা প্রকাশ করেন যে, এই মন্দিরের কারণে সেখানে পর্যটকের আনাগোনা আরও বৃদ্ধি পাবে। তাঁর কথায়, ‘‘দিঘায় সমুদ্র রয়েছে। সমুদ্রে লোকজন বেড়াতে আসেন। এখানে একটা তীর্থস্থান হলে লোকজনকে আরও আকৃষ্ট করবে।’’এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ৩০ এপ্রিল দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হবে। তিনি এ-ও জানিয়েছেন যে, দিঘার এই জগন্নাথধাম ‘বাংলার হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যকলা’ তুলে ধরে। এটি একটি কৃষ্টি। মন্দির সূত্রে খবর, বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপচার শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে একেবারে উৎসবের পরিবেশ। নিরাপত্তার স্বার্থে মোতায়েন প্রচুর পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *