দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি-র অশিক্ষক কর্মীদের জন্য মাসিক ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যতদিন না পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে এবং সেই আবেদনের ফয়সালা হচ্ছে, ততদিন এই ভাতা দেবে রাজ্য সরকারের শ্রম দফতর৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চাকরিহারা গ্রুপ সি-র কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি-র কর্মীদের মাসিক ২০ হাজার টাকা করে ভাতা দিতে চায় রাজ্য৷ এদিন নবান্নে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ৷ সেই বৈঠকের মাঝেই ফোনে চাকরিহারাদের এই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের প্রস্তাব মেনে নিলেও চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি ক্ষেত্রেই ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করে বাড়ানোর অনুরোধ করেন৷ যদিও সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু জানাননি মুখ্যমন্ত্রী৷এদিন নবান্ন সভাঘরে ফোনে চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাঁদের জন্য় বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক ২৫ হাজার এবংগ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদফতরকে যুক্ত করছে না রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্য সরকার ডানলপের বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করে। তেমনই গ্রুপ সি ও গ্রু ডি-র চাকরিহারাদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওঁরা রাজি থাকলে এই টাকা দেওয়া হবে। যতদিন না আদালতে মামলার নিষ্পত্তি হয়।”
Hindustan TV Bangla Bengali News Portal