দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিএড কলেজগুলিতে ভর্তির হার আশানুরূপ নয়। কিছু পড়ুয়া ভর্তি হচ্ছেন ঠিকই, কিন্তু নানা কারণে তাঁরা আবার ছেড়েও দিচ্ছেন। অর্থাৎ বিএড পড়ার সেই চাহিদা আর নেই। ছাত্রাবাসগুলি কার্যত ফাঁকা পড়ে রয়েছে। চলতি শিক্ষাবর্ষে অনেকে বিএড পড়ার জন্য ভর্তি হয়েও রেজিস্ট্রেশন করলেন না। রাজ্যে গত কয়েক বছর ধরে উচ্চ প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নেই। তার জেরেই কি এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে এত আসন ফাঁকা? বাংলার বিএড কলেজ গুলিতে এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে বিএড পড়ুয়ার সংখ্যা। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন সকলে। চলতি শিক্ষাবর্ষে বাংলাজুড়ে ৬০০টিরও বেশি বিএড কলেজে প্রায় ৭ হাজার আসন ফাঁকা রয়ে গিয়েছে বলে খবর।বিএড বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্য জুড়ে বিএড পড়ার জন্য মোট আসন সংখ্যা ৫৫ হাজার ১৫০ টি। তার মধ্যে প্রায় ৪৮ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করল বিএড পড়ার জন্য। অথচ, ২০২৩- ২৫ শিক্ষাবর্ষে অর্থাৎ এর আগের বছর বি এড ভর্তির হার ছিল প্রায় ৯৮ শতাংশ। এবারের রেজিস্ট্রেশনে সেই সংখ্যা এক ধাক্কায় কমে গেল প্রায় ১০ শতাংশ।অনেকে বিএড পড়ার জন্য ভর্তি হয়েও রেজিস্ট্রেশন করলেন না। রাজ্যে গত কয়েক বছর ধরে উচ্চ প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নেই। তার জেরেই কি এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে এত আসন ফাঁকা?
Hindustan TV Bangla Bengali News Portal