Breaking News

পুকুরে ভাসছিল মরা মাছ, ধরতে গিয়ে বীরভূমে জলে ডুবে মৃত্যু তিন শিশুর!নলহাটির গ্রামে কান্নার রোল

প্রসেনজিৎ ধর :- মর্মান্তিক দুর্ঘটনা। পাড়ায় খেলতে গিয়ে তিন শিশু হঠাৎই পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর উদ্ধার হয় তিন জনের দেহ। সোমবার বেলা ১২টা নাগাদ বীরভূমের নলহাটিতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দু’জন মেয়ে, একজন ছেলে। তাদের নাম নাসরিন খাতুন (৪), নুরানি খাতুন (৫) ও তামিম শেখ (৮)।এদিন বেলা ১২ নাগাদ ওই পুকুরের ধারে গিয়েছিল চার শিশু। মরা মাছ দেখে সেগুলি ধরার জন্য তিন শিশু পুকুরের কাছে যায়। তিনজনেই পা পিছলে পুকুরে পড়ে যায়। কিন্তু তারা কেউ সাঁতার জানত না। ফলে জলে তারা ডুবে যায়। পাড়ে দাঁড়ানো অন্য শিশু ঘটনাটি দেখেই দ্রুত গ্রামের বড়দের খবর দিতে ছুটে যায়। তার কথায় গ্রামের লোকজন পুকুরের ধারে ছুটে আসে। কিন্তু শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। মর্মান্তিক ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। এই দুর্ঘটনার খবর শুনে গ্রামে আসেন প্রশাসনিক কর্তারা। তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রথমে এই তিনজন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে ভেসে উঠতেই শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়।তাদের দ্রুত উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিনের ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছান নলহাটি ২ ব্লকের বিডিও রজতরঞ্জন দাস-সহ প্রশাসনের কর্তারা। নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশও গ্রামে যায় তদন্তের জন্য। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *