Breaking News

মৃত্যুর কয়েক মাস পরেও অভয়ার মোবাইল ব্যবহার!আদালতে লিখিত দাবি পেশ নির্যাতিতার পরিবারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরও তাঁর মোবাইল ব্যবহার করা হয়েছে, সোমবার শিয়ালদহ আদালতে এমন দাবি করল অভয়ার পরিবার। এদিন কোর্টে মুখবন্ধ খামে পুরো ঘটনা নিয়ে একটি সিনোপসিস জমা করেছেন তাঁরা। সূত্রের খবর, আর জি করের ওই ভয়াবহ ঘটনার পরেই পুলিশ নির্যাতিতার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছিল। পরে সেই ফোন যায় সিবিআইয়ের কাছে। বর্তমানে সিবিআই হেফাজতেই রয়েছে সেই মোবাইল কিন্তু সেই ফোন ব্যবহার করল কে?পরিবারের তরফে যে দাবি করা হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে সিবিআই হেফাজতে থাকা মোবাইল নম্বর দিয়ে কীভাবে হোয়াটস অ্যাপে যোগাযোগ হল?শিয়ালদহ আদালতে একটি মুখবন্ধ খামে তারা এই বিষয়টি জানিয়েছে। তবে আদালতে এটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।নির্যাতিতার মা-বাবার দাবি, মৃত‍্যুর কয়েক মাস পরে নির্যাতিতার মোবাইল ব‍্যবহার করা হয়েছে। ডাক্তারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়েছে (লিভ করেছে) সংশ্লিষ্ট নম্বরটি। ডাক্তারদের তরফে এই খবর পরিবারকে দেওয়া হয়েছে বলে দাবি। এদিন আদালতে জমা করা সিনোপসিসে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। কিন্তু মুখবন্ধ খামে জমা পরা সিনোপসিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল। পরে এই রিপোর্ট ফিরিয়ে দেয় আদালত। বিচারকের প্রশ্ন, অভয়ার পরিবার যদি সত্যিই তদন্তে সহযোগিতা করতে চায়, যদি নতুন কোনও তথ্য জানাতে চায়, তাহলে কেন সিবিআইয়ের সঙ্গে সরাসরি যোগ করছেন না? জবাবে নির্যাতিতার পরিবার জানায়, সিবিআই তাঁদের নির্দিষ্ট কিছু প্রশ্নের জবাব দিচ্ছে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *