Breaking News

ঠিক কী ঘটেছিল পহেলগাঁওয়ে?বিতান, সমীরের বাড়িতে এনআইএ টিম!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্মম জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। প্রাণ হারিয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন পর্যটক। বেহালার সমীর গুহ, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। এবার দু’‌জনের বাড়িতে গেলেন এনআইএ’‌র তদন্তকারীরা। আজ, শনিবার সমীর গুহ এবং বিতান অধিকারীর বাড়িতে গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনাটি শুনতে চান। ঠিক কী হয়েছিল সেদিন?‌এই প্রশ্ন ছিল তদন্তকারীদের বলে সূত্রের খবর।কেমনভাবে হামলা হয়েছিল, জঙ্গিরা ঠিক কী কথা বলেছিল, জঙ্গিরা কোনও সংগঠনের নাম উচ্চারণ করেছিল কিনা, মোট কতজন ছিল ঘটনাস্থলে–সহ নানা তথ্য জানতে চান এনআইএ’‌র তদন্তকারীরা। আজ, শনিবার দুপুরে এনআইএ’‌র তদন্তকারী টিম প্রথমে বেহালায় সমীর গুহের বাড়িতে যান। পরে বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়িতে পৌঁছে তদন্ত শুরু করে। স্ত্রী শবরী এবং মেয়েকে নিয়ে পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন সমীরবাবু। সেখানেই জঙ্গিদের গুলি তাঁকে ঝাঁঝরা করে দেয়। বিতানবাবুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এখান থেকে আবার উঠে আসে, পর্যটকদের ধর্ম পরিচয় জেনে তবেই হত্যা করা হয়। বেছে বেছে হিন্দুদের খুন করেছে জঙ্গিরা।অন্যদিকে জঙ্গিদের কথোপকথন কী ছিল থেকে শুরু করে তখন যা ঘটেছিল সবটা মনে করতে বলেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকেই খুঁজে বের করতে চান আসল তথ্য। যেটা পরবর্তী ক্ষেত্রে কাজে আসবে। পর্যটকদের উপর জঙ্গি হামলা নিয়ে এনআইএ টিম ভূস্বর্গের পুলিশকে সাহায্য করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *