দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নভেম্বরে সঙ্গী উর্মিলাকে একা রেখে চলে যায় লক্ষ্মী ৷ তারপর থেকে কার্যত অবসর জীবন কাটাচ্ছে উর্মিলা ৷ লক্ষ্মীর মৃত্যুর পর থেকে প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে বেঙ্গল সাফারিতে বন্ধ রয়েছে হাতি সাফারি ৷ হতাশ পর্যটকরারা ৷২০২৪ সালের ১৬ নভেম্বর মৃত্যু হয় কুনকি হাতি, নাম লক্ষ্মী। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে বেঙ্গল সাফারি পার্কে একা হয়ে যায় আর একটি কুনকি হাতি ঊর্মিলা। একে মন ভাল নেই বন্ধুকে হারিয়ে। তার উপর বয়সও অনেকটাই বেড়েছে। তাই একা পর্যটকদের এত চাপ নিতে পারে না সে। তাই উর্মিলাকে দিয়ে সাফারি করানো যাচ্ছে না। তার জেরে সবদিক বিবেচনা করে হাতি সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। এটাই পর্যটকদের হতাশ করেছে।তবে খোশ মেজাজেই রাখা হয়েছে উর্মিলাকে । সকাল বিকেল পালা করে তাকে খাওয়া দাওয়া করানো হচ্ছে ৷ সেই সঙ্গে, পর্যটকদের দেখার জন্য সাফারির ভিতরেই মুক্ত বনাঞ্চলে ছেড়ে রাখা হয়েছে তাকে । ফলে, বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকরা হাতির পীঠে চেপে ঘুরতে না-পারলেও, তাকে দেখে কিছুটা মজা উপভোগ করতে পারছেন ।এবার শীতে বেঙ্গল সাফারি পার্কে ভাল ভিড় হয়েছিল। কিন্তু এলিফ্যান্ট সাফারি করানো সম্ভব হয়নি। তাই পর্যটকরা নিজের মনে বনাঞ্চলে ঘুরে ফিরে এসেছেন। অনেকে খোঁজ করেছেন কবে আবার শুরু হবে এলিফ্যান্ট সাফারি? যদিও তার কোনও সদুত্তর মেলেনি এখনও। বন দফতর সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কে হাতি সাফারি করার জন্য অন্তত চারটি হাতির প্রস্তাব পাঠানো হয়েছে। এখন হাতির সংখ্যা কম থাকায় কোথা থেকে হাতি আনা হবে সেটা নিয়ে আলোচনা চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal