Breaking News

জেলমুক্তির পর জ্যোতিপ্রিয় মল্লিকের কাজে ফেরায় অনুমতি মমতার!জায়গা পেলেন বিধানসভা কমিটিতেও

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জ্যোতিপ্রিয় মল্লিকের সংগঠনের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর। এমনকী জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজও নিলেন মুখ্যমন্ত্রী। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয়কেও। প্রায় ১৪ মাস পর মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এত দিন বিধানসভায় যে আসন তাঁর জন্য নির্দিষ্ট ছিল, সেখানে বসতে পারবেন না। কারণ তিনি এখন আর মন্ত্রী নন। আপাতত তাঁর জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে বিধানসভায়। যদিও আগের আসনের থেকে তা খুব একটা দূরে নয়। বিধানসভায় ট্রেজ়ারি বেঞ্চের কাছেই বসবেন বালু।রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে জ্যোতিপ্রিয় মন্ত্রী না-হলেও তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক। তাঁর জন্য ট্রেজ়ারি বেঞ্চের কাছে তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসনটি বরাদ্দ করা হয়েছে। যাঁরা পূর্ণমন্ত্রী, সাধারণত তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে ট্রেজ়ারি বেঞ্চে আসন নির্দিষ্ট করা থাকে। এত দিন সেখানেই বসতেন বালু। বিধানসভায় শাসকদলের প্রবীণ বিধায়কদের ট্রেজ়ারি বেঞ্চের কাছে বসতে দেওয়া হয়। এ বার থেকে ট্রেজ়ারি বেঞ্চের কাছে নতুন আসনে বসবেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়| বিধায়ক হিসাবে এখন থেকে কাজ করতে পারবেন তিনি। ২০ জানুয়ারি দীর্ঘ ১৫ মাস পরে বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় জ্যোতিপ্রিয়ের। ২০২৩ সালে তাঁকে গ্রেফতার করে ইডি। ১৪ মাস জেলবন্দি থাকার পর গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘ দিন মন্ত্রিত্বে ছিলেন বালু। পরে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই কারণেই বিধানসভায় পুরনো আসনে বসতে পারবেন না প্রাক্তন খাদ্য এবং বনমন্ত্রী। জেলমুক্তির পর তাঁকে বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দফতরের (পাওয়ার অফ নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস) স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছেন বালু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *