দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শহর কলকাতার বুকে পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক স্কুটি চালকের। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির ভিক্টর গাঙ্গুলী। বৃহস্পতিবার মাঝ রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকে ৫ নম্বর ট্যাঙ্কের সামনে। তিনি সল্টলেকেরই বাসিন্দা। বৃহস্পতিবার রাত একটা নাগাদ স্কুটি নিয়ে বৈশাখীর দিক থেকে বিএফসি এফ ব্লকের দিকে যাচ্ছিলেন ভিক্টর। স্কুটির গতিও অনেকটা বেশি ছিল বলে জানা গিয়েছে। সামনে স্পিড ব্রেকার থাকায় স্কুটির গতি কমাতে বাধ্য হন ভিক্টর। পিছন দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি প্রাইভেট কার। স্কুটি ব্রেক কষায় চারচাকা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে।গাড়ির ধাক্কায় ছিটকে গিয়ে পড়ে ওই ব্যক্তি। ফলে গুরুতর আঘাত লাগে মাথায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে যথাযথস্থানে সিসিটিভি না থাকায় সংযোগকারী রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে উত্তর বিধাননগর থানার পুলিস।খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় ফের রাতের শহরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Hindustan TV Bangla Bengali News Portal