প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাত পোহালেই ২০২৫–২৬ অর্থবর্ষের বাজেট পেশ, যা করবে তৃতীয় এনডিএ সরকার। সেখানে বাংলা কতটা বঞ্চিত হবে, গরিব মানুষের কতটা সুরাহা হবে, কৃষকদের লাভ হবে কিনা, আয়করে ছাড় বাড়বে কিনা এসবেই চোখ থাকবে আমআদমির। তবে এই বাজেটে জনস্বার্থের পরিপন্থী হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। আর তাই কেন্দ্রীয় সরকারকে আবার চাপে ফেলতে প্রস্তুত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আজ শুক্রবার নয়াদিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সে কথাই বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় বাজেট নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি, শনিবার ভবিষ্যৎ ভারতের আর্থিক রোডম্যাপ তৈরি করতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সূত্রের খবর, এবারের বাজেটে সুখবর থাকছে ইপিএফও স্কিমের পেনশন ভোগীদের জন্যে। প্রথমত বাড়ানো হচ্ছে ইপিএফের নূন্যতম পেনশন, দ্বিতীয়ত মূল পেনশনের সঙ্গে ডিএ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে খবর। তবে এবার দেশের জিডিপির হার নিম্নমুখী হবে বলে ইঙ্গিত মিলেছে অর্থনৈতিক সমীক্ষায়। আর সেটাই উদ্বেগের। এই পরিস্থিতিতেই অভিষেক বাজেট নিয়ে যথেষ্ট হতাশা প্রকাশ করলেন।শুক্রবার দিল্লি যাওয়ার আগে বিজেপির সমালোচনা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। তা নিয়ে অভিষেক বলেন, ”বিজেপি যত প্রতিহিংসা দেখাবে, যত ধরপাকড়, জেলবন্দি করবে, তত জনতার রায় তাদের বিরুদ্ধে যাবে। এটা আগেও প্রমাণিত হয়েছে। দিল্লিতেও তাই হবে।” এরপর বাজেট নিয়ে তাঁর বক্তব্য, ”বাজেট আর কী হবে? একটা জনবিরোধী সরকার চলছে। এযাবৎকাল তো আমজনতাকে সুবিধা দিয়ে কিছু হয়নি বাজেটে। কর বলুন বা অন্য কোনও আর্থিক ছাড় – সবই বড়লোকদের জন্য। গরিব আরও গরিব হয়েছে।”
Hindustan TV Bangla Bengali News Portal