Breaking News

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে তন্ময়!কী বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শ্লীলতাহানি বিতর্কের জেরে দল ৬ মাসের জন্য সাসপেন্ড করেছে। এরই মাঝে নতুন দায়িত্বে বামনেতা তন্ময় ভট্টাচার্য। জায়গা পেলেন পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে। ডিওয়াইএফআই-এর কুড়িতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদে। রবিবার রাজ্য সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন ও প্রস্তুতি সভার আয়োজন করা হয় বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনিই ডিওয়াইএফআইয়ের উপদেষ্টা কমিটিতে তন্ময় ভট্টাচার্যের নাম ঘোষণা করেন| সেখানেই দেখা যায় রবীন দেব, আবদুল হাই, নিরাপদ সর্দারদের পাশাপাশি নাম রয়েছে তন্ময় ভট্টাচার্যের। সাসপেন্ডেড তন্ময়ের নাম উপদেষ্টা কমিটির তালিকায় কেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়। এ বিষয়ে মীনাক্ষী বলেন, “উনি ডিওয়াইএফআইয়ের প্রাক্তন নেতা। আমাদের সংগঠনের সম্মেলনের প্রক্রিয়া দলের গঠনতন্ত্র মেনে হয়। সেই গঠনতন্ত্র মেনেই উপদেষ্টা কমিটি গড়া হয়েছে। উনি আমাদের প্রাক্তনী।”এদিকে, ডিওয়াইএফআই নেতৃত্ব জানিয়েছে, গত এক বছরে সিপিএমের এই যুব সংগঠনে ৫১ হাজার সদস্য বৃদ্ধি পেয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে বিগত ১ বছরে সদস্য সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৭৮৭। ২০২৪ সালে ৩১ লক্ষ ৪৪ হাজার ৬৭৩ জন ডিওয়াইএফআই এর সদস্য পদ নিয়েছে। ২০২৩ সালে যে সংখ্যা ছিল ৩০ লক্ষ ৯২ হাজার ৮৮৬। ২০২১ সালে ডিওয়াইএফআই-এর সদস্য সংখ্যা ছিল ২৯ লক্ষ ১৩ হাজার ৯৬১।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *