Breaking News

লক্ষ্য ২৬-এর নির্বাচন!দুই ছবিতেই হবে বাজিমাত, বিধায়কদের তৃণমূল নেত্রীর দুটি ছবি ব্যবহারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ২০২৬ সালকে পাখির চোখ করেই তৃণমূল কংগ্রেস সংগঠনে রদবদল করতে চলেছে। আগামী ১০ তারিখ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে। আর বাজেট অধিবেশন শেষ করেই বর্ধিত সভা ডাকা হবে। সেই সভায় সারাবছর কর্মসূচি কেমন নেওয়া হবে সেসব বাতলে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অভিমুখও ঠিক করে দেবেন নেত্রী। এইসব তো ঠিক আছে। কিন্তু রাজ্যজুড়ে বিধায়করা যে সমস্ত কর্মসূচি করবেন সেই কর্মসূচিগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন ছবি ব্যবহার করা যাবে সেটাও এবার নির্দিষ্ট করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।দলের সর্বস্তরে তো বটেই, বিশেষ করে দলের সমস্ত বিধায়ককে জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি নির্দিষ্ট ছবিই সমস্ত কর্মসূচিতে ব্যবহার করতে হবে। ইতিমধ্যে বিধায়কদের জন্য দলনেত্রীর কোনও বার্তা থাকলে তা জানাতে ‘ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে। সেই গ্রুপেই এসেছে ছবি ব্যবহার নিয়ে এই বার্তা। জানানো হয়েছে দলীয় কর্মসূচির জন্য পোস্টার, হোর্ডিংয়ে ওই দুটি ছবিই ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। বহুল পরিচিত ছবি দুটির একটিতে হাতজোড় করে ‘মমতাদি’-র নমস্কারের ভঙ্গি। সেই পুরনো ঘরের মেয়ে ইমেজ। আরেকটি ছবি কোনও কর্মসূচিতে কারও সঙ্গে কথোপকথনের সময়ের। দুটিতেই মূল থিম ‘জনসংযোগ’।এই ছবি দুটি নিয়ে বিধায়কদের বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। আর তাতে বলা হয়েছে, ‘এখন থেকে মমতাদির এই দুটো ছবি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ আসলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ বিধায়কদের পরীক্ষা। সেখানে বিশেষ এই দুটি ছবি প্রভাব ফেলবে। সুতরাং বিরোধীরা যতই অপপ্রচার বা কুৎসা করুক ছবি দিয়ে হবে মোকাবিলা। আর এই ছবি সামনে রেখেই জনসংযোগ করার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রবীণ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন–সংগ্রাম তুলে ধরতে শুরু করেছে নবীন প্রজন্মের কাছে। এটাও আগে নির্দেশ ছিল। আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভাতেই পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *