প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাত পোহালেই শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫। এই মহাযজ্ঞের শেষ মুহুর্তের প্রস্তুতি এখন তুঙ্গে |বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলবে। সেখানে ভুটানের রাজা থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি হাজির থাকবেন। আরও বহু বিশিষ্ট শিল্পপতি, উদ্যোগপতিরা উপস্থিত হবেন। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্কে রাতে থাকতে পারেন বলে সূত্রের খবর। এই অবস্থায় ইকো পার্ক, বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মতো জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ শুরু হয়েছে। সেখানে নেমে পড়েছে বিপুল পরিমাণ সাফাই কর্মী। নির্দেশ দেওয়া হয়েছে—‘নিট অ্যান্ড ক্লিন’ রাখতে হবে সবসময়।
এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন। বাংলায় লগ্নিতে নতুন করে আহ্বান জানাবেন।মঙ্গলবার বিকেলে চা চক্রের আয়োজন করা হয়েছে, আর বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের।সম্মেলনে বাড়তি মাত্রা যোগ হবে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি। বাণিজ্যে এবার বাংলার সঙ্গে সরাসরি হাত মেলাবে ঝাড়খণ্ড। এছাড়াও আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। বাংলার সঙ্গে বাণিজ্যে ভুটানের নতুন সম্পর্ক তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় |
Hindustan TV Bangla Bengali News Portal