দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিজিও কমপ্লেক্সের বাইরে বসে দুই শিশু। কিছু যেন খুঁজছে। কিন্তু যেটা খুঁজছে সেটা পাচ্ছে না। এই এদিক–ওদিক দুই শিশুর ঘোরাফেরা প্রাতঃভ্রমণকারীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। তাই তাঁরা ওই শিশু দুটিকে জিজ্ঞাসা করেন, তারা এখানে কী করছে? কাদের সঙ্গে এসেছে? নাম কি? কিন্তু তেমন কোনও সন্তোষজনক উত্তর মিলছিল না। তাই থানায় খবর দেন প্রাতঃভ্রমণকারীরা। সিজিও কমপ্লেক্সের সামনে থেকে দুটি শিশুকে উদ্ধার করে উত্তর থানার পুলিশ। আর তখনই জানা যায়, নাবালক দুই সন্তানকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে মা বলে দাবি দুই শিশুর। দুই খুদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে এদিন সকাল আটটা নাগাদ দুই শিশুকে দেখতে পাওয়া যায়। উদ্দেশ্যহীনভাবে তারা ঘোরাঘুরি করছিল। কখনও চুপচাপ বসেছিল। পথচলতি মানুষজন ও স্থানীয়দের তাদের দেখে সন্দেহ হলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কোনও কিছুই তারা বলতে পারেনি। চোখমুখে ভয়ের ছাপ বেশ স্পষ্ট। পুলিশ ওই দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সম্পর্কে তারা ভাইবোন। তবে কোথায় বাড়ি সেটা সঠিকভাবে বলতে না পারেনি। আর দুই শিশু যা বিবরণ দিয়েছে তাতে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে তাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে। তবে এটুকু জানাতে পেরেছে ওই শিশুরা যে, টালিগঞ্জ এলাকায় ভাড়া থাকে তারা। মায়ের সঙ্গে এখানে এসেছিল। রাতে দুই সন্তানকে সিজিও কমপ্লেক্সের সামনে ফেলে রেখে মা চলে যায় বলে তারা পুলিশকে জানিয়েছে। খাবার কেনার নাম করে মা তাদের এখানে বসতে বলে চলে যায়। আর ফিরে আসেনি।বিধাননগর উত্তর থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, দুই শিশুকে গত দুদিন ধরে একজন মহিলার সঙ্গে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এদিন সকাল থেকে ওই মহিলাকে আর দেখা যাচ্ছে না। শিশুদের পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ। আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা। একটি শিশুর বয়স ৬ এবং আর একজনের বয়স ৯।ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুই শিশু ট্রমার মধ্যে রয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal