প্রসেনজিৎ ধর :-‘ক্লাসরুমে বিয়ে’ বিতর্কে ইস্তফা দিলেন ম্যাকাউটের অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই ছুটিতে পাঠিয়েছিল তাঁকে। এবার পদত্যাগ করলেন তিনি।গত ২৯ জানুয়ারি পায়েল বন্দোপাধ্যায় নামে ওই অধ্যাপিকার সঙ্গে ছাত্রের ক্লাসরুমের ভিতরই বিয়ে, সিঁদুর পরানোর ভিডিয়ো ভাইরাল হয়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের ঘটনায় শোরগোল পড়ে যায়।
গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয়। যদিও বিতর্ক বাড়তেই ওই অধ্যাপিকা দাবি করেন যে, পুরো ঘটনাটাই আসলে ‘নাটকের একটি মহড়া’ ছিল। আরও দাবি করেছিলেন, “যে বা যাঁরা এই ভিডিয়োটা ছড়িয়েছেন, তাঁদের উদ্দেশ্য একেবারেই সৎ নয়।” দাবি করেন, “ভিডিয়োতে আরও অনেক কিছু-ই ছিল। কিন্তু সেগুলিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।” যদিও ম্যাকাউট কর্তৃপক্ষের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার ‘নাটক’ তত্ত্বের দাবি খারিজ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, “অনেকে জিজ্ঞাসা করেছেন এই ভিডিওর ব্যাপারে। এটা পার্ট অফ ড্রামা। আরও অনেক ভিডিও আছে, ডিপার্টমেন্টের। নাচ-গান। যেখানে পড়ুয়ারা নাচ গান করছেন। আমিও অংশগ্রহণ করি। অন্যান্য ফ্যাকাল্টিরাও করেন। সেসবও আছে। সেগুলো ভাইরাল না হয়ে একটা সাইকো ড্রামা থেকে কিছু অংশ ধরে ধরে ভাইরাল করা হল। এটা আশ্চর্যের আমার কাছে।”কোন প্রজেক্টে এই ধরনের বিবাহের প্রস্তুতি ও ভিডিও ওঠে সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তড়িঘড়ি তদন্ত শুরু করা হয় এ ব্যাপারে। পরে কমিটির রিপোর্টে অধ্যাপিকার ‘নাটক’ তত্ত্ব খারিজ করে দেওয়া হয় |আর এরপরই এবার ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এখন অধ্যাপিকার ইস্তফা গ্রহণ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal